আজ বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে চোলাই মদসহ আটক-৩

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়িঃ | প্রকাশের সময় : সোমবার ২৯ অগাস্ট ২০২২ ০৫:২২:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১শ লিটার চোলাই মদ ও সিএনজি গাড়ীসহ তিন পাচারকারীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ আগষ্ট) সকাল সাড়ে ৬ টার  সময় বাইশারী বাজার এলাকা বাইশারী-ঈদগড় সড়ক থেকে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন,বাইশারীর ইউনিয়নের মীর আলমের ছেলে রবি উল্লাহ(৩৩), রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ফরিদুল আলমের ছেলে মো: রবি (২৭) ঈদগাঁ উপজেলার ইসলামাবাদ গ্রামের আবু তালেবের ছেলে মো: সাইফুল ইসলাম (২৭)।

পুলিশ সূত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টানটু সাহার নির্দেশনায় বাইশারী তদন্ত কেন্দ্রের পুলিশ অফিসার এসআই হাবিব ও তপু শাহা'র নেতুত্বে বিশেষ একটি টিমের অভিযানে এসব চোলাইমদ উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহা জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে চালানো অভিযানে এসব চোলাইমদ উদ্ধার করা হয়। 

আটককৃত তিন ব্যক্তিরা বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। মাদকবিরোধী সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।