আজ রবিবার ২২ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

নাইক্ষ্যংছড়িতে ২১ শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মোঃ ইফসান খান ইমন নাইক্ষ্যংছড়িি: | প্রকাশের সময় : রবিবার ২১ অগাস্ট ২০২২ ০৮:২৭:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২১ শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

রবিবার সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রবিবার বিকাল সাড়ে ৩টায় আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ এর সভাপতিত্বে ও কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল করিম এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন- বান্দরবান জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দোছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ ইমরান,বান্দারবান জেলাপরিষদ সদস্য ক্যানুওয়ান চাক,উপজেলা ভাইস চেয়ারম্যান মংহ্লাওয়াই মার্মা,উপজেলা আওয়ামীলীগ নেতা ডা.সিরাজ,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মামুন শিমুল,ছাত্রলীগের সাবেক সভাপতি চুচুমং মার্মা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দু সাত্তার,উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সানজিদা আকতার রুনা,কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি ইরফান মাহাবুব রায়হান প্রমুখ। 

উক্ত প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু তাহের,শ্রমিকলীগের সভাপতি জহির আহমদ,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি খালেদা বেগম,সাধারণ সম্পাদক প্রুমারী মার্মা,

উপজেলা যুবলীগ নেতা ইব্রাহিম আজাদ,কলেজ ছাত্রলীগের সভাপতি মো.সেলিম,সাধারণ সম্পাদক ইফতেখারুল আবরার,ছাত্রলীগের সদর ইউনিয়নের সভাপতি ফয়সাল আজাদসহ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ,শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগসহ অন্যান্য নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ বক্তব্য বলেন, বিভীষিকাময় ২১শে আগষ্টের বর্বরোচিত গ্রেনেড হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।