আজ বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদের স্মরণে সভা অনুষ্ঠিত

বেলাল আহমদ, লামা : | প্রকাশের সময় : বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ০৮:৪২:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের লামায় ২০২৪ জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সকল শহীদের স্মরণে ও আহতদের সু-স্বাস্থ্য কামনায় স্মরণ সভা করেছে লামা উপজেলা প্ৰশাসন। ২৭ নভেম্বর বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়েছে।কামরুল হাসান পলাশের সঞ্চালনায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম চৌং, এসময় আরো উপস্থিত ছিলেন মােহাম্মদ শাহাদাত হোসেন,অফিসার ইনচার্জ লামা থানা, লাবনী আক্তার তারানা,সহকারী কমিশনার (ভূমি)আবদুল মোনায়েম অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)সরকারী মাতামূহুরী কলেজ,তমিজ উদ্দিন,অধ্যক্ষ লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা,ফারুক আহমদ,অধ্যক্ষ লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা,আমির হােসেন, সভাপতি লামা উপজেলা বিএনপি,আবদুর রউফ, সভাপতি লামা উপজেলা বিএনপি,সাংবাদিক কামালুদ্দিন,সাংবাদিক কামরুজামান,উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকৃন্দ।

 

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম চৌং

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ এবং আহতদের অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং শহীদ ও ক্ষতিগ্রস্থ ব্যক্তিবর্গের আত্মত্যাগের প্রতি গভীর সমবেদনা জানান। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এ আত্মত্যাগ এবং গণঅভ্যুত্থান সংঘটিত তা পূরণকল্পে সকলের সম্মিলিত সাহায্য ও সহযোগিতা কামনা করেন।তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে আহত এবং শহীদদের পরিবারকে তালিকা করে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে উল্লেখ করেন এবং ভবিষ্যতে সর্বদা তাদের পাশে থাকার অঙ্গীকার করেন।