আজ বুধবার ১১ ডিসেম্বর ২০২৪, ২৬শে অগ্রহায়ণ ১৪৩১

জঙ্গি সংগঠন ইসকন কে নিষিদ্ধ ঘোষণা ও শাস্তির দাবীতে লামায় আইনজীবী সমিতির মানববন্ধন

বেলাল আহমদ,লামা। | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ০৫:১৩:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকান্ডের সাথে জড়িত সকল আসামীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি ও জঙ্গি সংগঠন ইসকন কে নিষিদ্ধ ঘোষণা ও শাস্তির দাবীতে মানববন্ধন করেছেন বান্দরবানের লামা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্র্যাকটিসরত আইনজীবিরা। লামা চৌকি আদালতে প্র্যাকটিসরত আইনজীবি কল্যাণ সমিতির ব্যানারে বৃহস্পতিবার সকালে লামা উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বান্দরবান জেলা আইনজীবি সমিতির সদস্য মো. সাদেকুল মাওলা ইরাক, সহ সাধারণ সম্পাদক মো. মামুন মিয়া ও সদস্য জাহাঙ্গীর আলম খান

সাইফুল ইসলাম আলিফ হত্যাকান্ডের সাথে জড়িত সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানায়। অন্যথায় বাংলাদেশের সকল আইনজীবিরা একত্রিত হয়ে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। একজন আইনজীবি হত্যাকান্ডের শিকার হওয়া এটা নজিরবিহীন, সারা বাংলাদেশের আদালত প্রাঙ্গণের নিরাপত্তা বৃদ্ধি করতে হবে বলেও দাবী জানান বক্তারা।