আজ শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

ইসকন নিষিদ্ধের দাবিতে সাতকানিয়ায় বিক্ষোভ

নুরুল ইসলাম সবুজ, সাতকনিয়া । | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ০৬:৪৪:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

মসজিদে মুসল্লীদের ওপর হামলা, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা, সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে হত্যাচেষ্টা এবং ইসকন নিষিদ্ধের দাবিতে  সাতকানিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।   বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে ‘সাধারণ ছাত্র জনতা ও সর্বস্তরের জনসাধারণ’র ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বায়তুশ শরফের সামনে থেকে বের হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে কেরানীহাট মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় বক্তারা এ সময় তারা ঘটনায় জড়িত চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের গ্রেফতার ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘকে (ইসকন) বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার দাবি জানান। তারা এই হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে হত্যাচেষ্টার ঘটনা খতিয়ে দেখার দাবি জানান। সমাবেশে বক্তব্য রাখেন- ঢেমশা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো ওসমান সিকদার এসিস্ট্যান্ট সেক্রেটারি এইচ এম জাবেদ, মহিউদ্দিন,  শ্রমিক কল্যাণ ফেডারেশন  ঢেমনা ইউনিয়ন সভাপতি আলহাজ নুরুল আলম, জসিম উদ্দিন, মো. ওসমান, মাসুম, কামাল, আজিম, রাহাত, মামুন প্রমুখ। প্রসঙ্গত, চিন্ময় দাসকে গত সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৬ নভেম্বর) চিন্ময় কৃষ্ণর জন্য জামিন আবেদন করেন তার আইনজীবী। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করে ইসকনের অনুসারীরা।