বান্দরবানে চাঞ্চল্যকর একটি হত্যা মামলায় রায় ঘোষনা করা হয়েছে। এ রায়ে চার আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০হাজার টাকা অর্থ দন্ড দিয়েছে বান্দরবান জেলা জজ আদালত।
সোমবার (২৯ আগষ্ট )বেলা ১২টার দিকে বান্দরবান জেলা ও দায়রা জজ ফজলে এলাহী ভূইয়া এ রায় দেন।
মামলায় দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা মোজাফফর আহমদের ছেলে আরিফউল্লাহ, আরিফ উল্লাহর স্ত্রী আসমা সিদ্দীকা, মখলুজ্জামানের ছেলে মোজাফফর আহমদ ও কক্সবাজার রামুর বাসিন্দা মোঃ হোসেন প্রকাশ কালুর স্ত্রী শাহনাজ বেগম।
রায় ঘোষনার সময় ৪আসামীর মধ্যে আরিফউল্লাহ ও শাহনাজ বেগম আদালতে উপস্থিত ছিল। অন্য দুই আসামী মোজাফফর আহমদ ও আসমা সিদ্দীকা পলাতক ছিল।
রায় ঘোষনার পর আটক দন্ডপ্রাপ্ত দুই আসামীকে কারাগারে প্রেরনের নির্দেশ দেয় আদালত।
মামলার বিবরণীতে জানা যায়, ২০১৬ সালের ৯ডিসেম্বর সকাল ৭টার সময় বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে বসতভিটাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে ধরে আসামীরা মোঃ শাহ আলম নামে এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।
এঘটনায় নিহতের স্ত্রী আরেফাতুন্নেছা উক্ত আসামীদের বিরুদ্ধ একটি হত্যা মামলা দায়ের করেন।