আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

ঘূর্নিঝড় হামুনে লণ্ডভণ্ড বাঁশখালী, গাছের চাপায় বৃদ্ধার মৃত্যু

এসএম শফিউল্লাহ বাঁশখালী : | প্রকাশের সময় : বুধবার ২৫ অক্টোবর ২০২৩ ০৫:৪৪:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে  পুরো বাঁশখালী লণ্ডভণ্ড হয়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত ৯টা থেকে ১১.৩০ মিঃ  মধ্যে থেমে থেমে ঝোড়ো বাতাস তছনছ করে দিয়েছে মানুষের সব কিছু। বাড়ির ওপর পড়া গাছের চাপায় প্রাণ হারিয়েছেন উত্তর সরল ইউনিয়নের উত্তর সরল গ্রামের কবির আহম্মদের স্ত্রী অজ্ঞাত (৬৫)।

বাঁশখালীর ১টি পৌরসভা ও ১৪ ইউনিয়নে অন্তত ৫ হাজার ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। বাঁশখালীর প্রায় সব কয়টি গ্রামই ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। বনজ-ফলজ গাছ, ক্ষেত-খামার তছনছ করে দিয়েছে হামুন। বৈদ্যুতিক তারের ওপর ও প্রধান সড়কের ওপর বিশাল বিশাল গাছ পড়ে বিদ্যুৎ সংযোগ এবং সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বলেন, ‘পুরো বাঁশখালীতে বিপুল ক্ষতি হয়েছে। উত্তর সরল গ্রামে বাড়িতে গাছচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। আমাদের উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবক বাহিনী মাঠে কাজ চালিয়ে যাচ্ছেন।

 

বাঁশখালী পল্লী বিদ্যুৎ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রিশু কুমার ঘোষ বলেন, ‘বাঁশখালীর প্রধান বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে বিশাল গাছ পড়ে পাঁচটি খুঁটি ভেঙে গেছে বিভিন্ন  গ্রামে ছোট বড় অনেক খুটি ভেঙ্গে যাওয়ার খবর পাওয়া গেছে, আমাদের  কর্মীরা ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে। দ্রুত সংযোগ দেওয়ার চেষ্টায় আছি।

 

৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক সঞ্চালন লাইনের ১টি টাওয়ার ভেঙে গেছে। গ্রামের অলিগলির চিত্র বর্ণনা করার মতো নয়। বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীরা নির্ঘুম কাজ চালিয়ে যাচ্ছেন।’