আজ ২৫ আগস্ট বৃহস্পতিবার বেলা ২ টায় আলীকদম উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে এবং কারিতাস পুষ্টি বিষয়ক প্রকল্প (লিন) এর সহযোগিতায় উপজেলা পরিষদ মিলানায়তনে বার্ষিক পুষ্টি পরিকল্পনা ও পর্যালোচনা অনুষ্ঠিত হয়।
বার্ষিক পুষ্টি পরিকল্পনা ও পর্যালোচনা বিষয়ক কর্মশালায় আলীকদম উপজেলায় সার্বিক পুষ্টি বিষয়ে পর্যালোচনা করা হয়। সে সময় আলীকদম উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহতাব উদ্দীন চৌধুরী গর্ভকালীন,কিশোরকালী, ও কিশোরিদের পুষ্টির প্রয়োজনিয়তা উল্ল্যখে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকান্ড তুলে ধরেন। এছাড়াও উপজেলা কৃষি বিভাগ, মৎস বিভাগ, প্রাণি সম্প্রসারণ দপ্তর উপজেলার উপজেলা পুষ্টিকর খাদ্য উৎপাদনে ও পুষ্টি সরবরাহে কর্মপরিকল্পা তুলে ধরনে।
উপজেলা বার্ষিক পুষ্টি পরিকল্পনা ও পর্যালোচনা বিষয়ক কর্মশালায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কফিল উদ্দীন, ১নং সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান।