আজ বৃহস্পতিবার ৯ জানুয়ারী ২০২৫, ২৬শে পৌষ ১৪৩১

আত্মসাতের টাকা ফেরত দিলেন রুমার সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার ধর

মংহাইথুই মারমা, রুমা (বান্দরবান): | প্রকাশের সময় : বুধবার ৮ জানুয়ারী ২০২৫ ০৫:০২:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানে রুমা উপজেলার ৬৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্লিপের ‘আত্মসাত’ করা ৪লাখের বেশি টাকা ফেরত দিয়েছেন প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার ধর ।  

 

স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল "রুমাবার্তা"ডটকম এর‘ স্কুল স্লিপের টাকা আত্মসাতের অভিযোগ রুমার সহকারী শিক্ষা অফিসার বিরুদ্ধে’ শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ার পর বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষকদের কাছে টাকা ফেরত দিলেন তিনি।

 

গত সোমবার (৬জানুয়ারী) রুমা প্রাথমিক শিক্ষা বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করেছেন। আশীষ কুমার ধর নেওয়া  চেক ও নগদ অর্থ যে যার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের হাতে এই অর্থ ফেরত দেন তিনি। 

 

ফেরত দেওয়ার সত্যটি নিশ্চিত করতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জিজ্ঞেসাকালে তারা স্বীকার করে বলেন, যে যার স্কুলে স্লিপের টাকা ফেরত পেয়েছি। আমরা এবারে সম্পূর্ণ বরাদ্দকৃত টাকা দিয়ে স্কুলে কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারব।

 

রুমার শিক্ষা বিভাগের কর্মকর্তা আশীষ চিরান বলেন, আমাদের সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার ধর চেক ও নগদ অর্থ নেওয়ার টাকা পুনরায় ফেরত দিয়েছে কিনা দেয় তা এখনো হাতে কলমে আমার কাছে পৌঁছেনি। তবে টিচারদেরকে ফেরত দিয়েছে বলে শুনছি।

 

প্রসঙ্গ, তবে অর্থ আত্মসাত এর টাকা সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার ধর ফেরত দিয়েছে বলে 'রুমাবার্তা' অফিসের লিখিত কাগজ হাতে এসেছে।