আজ রবিবার ২২ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

হাটহাজারীতে বিদ্যুৎ সাশ্রয়ী অভিযানে জরিমানা গুনলো ১০ দোকানী

হাটহাজারী প্রতিনিধি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৮ অগাস্ট ২০২২ ১১:৪১:০০ পূর্বাহ্ন | দেশ প্রান্তর

চট্টগ্রামের হাটহাজারীতে বিদ্যুৎ সাশ্রয়ী অভিযান পরিচালনা করে দশ দোকানিকে সরকারি নির্দেশনা অমান্য করে রাত আটটার পর দোকান খোলা রাখায় বিদ্যুৎ আইন ২০১৮ অনুযায়ী সতেরো হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

 

গতকাল বুধবার (১৭ আগস্ট) রাত আটটার পর উপজেলার ফতেপুর ইউনিয়নের চবি ১নং গেইট, ইসলামিয়া হাট, চিকনদন্ডী ইউনিয়নের নন্দীরহাট ও চৌধুরীহাট এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

 

এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, রাত আটটার পর দোকান খোলা রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দশ দোকানিকে ১০টি মামলায় ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় কিছু এলাকায় সব প্রতিষ্ঠান বন্ধ পাওয়া গেলেও বিশ্ববিদ্যালয় ১নং গেইট, ইসলামিয়াহাট, নন্দীরহাট ও চৌধুরীহাট এলাকায় সরকারের নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখতে দেখা গেছে। তাদের বিদ্যুৎ আইন, ২০১৮ অনুযায়ী এই জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

অভিযানে হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।