আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

স্পীড‌বোট ও বালুভ‌র্তি নৌযা‌নের সংঘ‌র্ষে দুই শিক্ষার্থী কাপ্তাই হ্রদে নি‌খোঁজ

রাঙামা‌টি প্রতি‌নি‌ধি : | প্রকাশের সময় : শুক্রবার ৪ নভেম্বর ২০২২ ০৯:০১:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

রাঙামা‌টি‌তে বালুভ‌র্তি নৌযান ও স্পীড‌বো‌টের সংঘ‌র্ষে দুই শিক্ষার্থী কাপ্তাই হ্রদে নি‌খোঁজ র‌য়ে‌ছেন। ঘটনায় সাতজন আহত হ‌য়ে‌ছেন। স্থানীয় লোকজন ও ফায়ার সা‌র্ভি‌সের লোকজন উদ্ধার কাজ চালা‌চ্ছেন। শুক্রবার আড়াইটার দি‌কে লংগদু উপ‌জেলা কাট্টলী এলাকার গাছ টিলা নামক স্থানে এ ঘটনা ঘ‌টে। শুক্রবার (০৪ নভেম্বর) দুপুর আড়াইটার দি‌কে যাত্রী নি‌য়ে স্পীড‌বোট শিজক থে‌কে রাঙামা‌টি উদ্দে‌শ্যে এবং রাঙামা‌টি থে‌কে লংগদুমুখী বালুভ‌র্তি নৌযান যাওয়ার প‌থে সংঘর্ষ হয়। এতে স্পীড‌বো‌টে থাকা সকল যাত্রী আহত হন এবং দুজন কাপ্তাই হ্রদে ডু‌বে যান। স্পীড‌বোট চাল‌কের অসাবধানতার কার‌ণে এ দুর্ঘটনা ঘ‌টে‌ছে ব‌লে স্থানীয়রা জানান। আহত যাত্রী‌দের ‌দেয়া তথ্যম‌তে নি‌খোঁজ দুইজ‌ন হ‌চ্ছেন বাঘাইছ‌ড়ি উপ‌জেলার ক্যাংড়াছ‌ড়ি গ্রা‌মের মুক্ত লাল চাকমার ছে‌লে লিটন চাকমা (২০) ও বরকল উপ‌জেলার সুবলং গ্রা‌মের সুরুত চাকমার মে‌য়ে এলিনা চাকমা (২০)। তারা দুইজনই শিজক উন্মুক্ত বিশ্ব‌বিদ্যাল‌য়ের শিক্ষার্থী। ঘটনার পরপরই খবর পে‌য়ে রাঙামা‌টি ফায়ার সার্ভিসের ডুবুরী দল রাঙামা‌টি থে‌কে নৌপ‌থে ঘটনাস্থ‌লে গি‌য়ে উদ্ধার তৎপরতায় যোগ দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অ‌ভিযান অব্যাহত র‌য়ে‌ছে। লংগদু থানার অফিসার ইনচার্জ আরিফুল আমীন বলেন, রাঙামাটি ফায়ার সা‌র্ভি‌সের ডুবু‌রি দ‌লের সহায়তায় নি‌খোঁজ দুজন‌কে উদ্ধা‌রের চেষ্টা চল‌ছে।