আজ সোমবার ৩ ফেব্রুয়ারী ২০২৫, ২০শে মাঘ ১৪৩১
বান্দরবান জেলা বিএনপি'র আংশিক কমিটি প্রকাশ

সাচিং প্রু জেরী আহবায়ক ও মো: জাবেদ রেজা সদস্য সচিব

এইচ এম সম্রাট, বান্দরবান: | প্রকাশের সময় : রবিবার ২ ফেব্রুয়ারী ২০২৫ ০৭:৫৯:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বহুল প্রতিক্ষিত বান্দরবান জেলা বিএনপি'র আহবায়ক কমিটির আংশিক প্রকাশ করা হয়েছে। প্রকাশিত কমিটিতে বান্দরবান জেলা বিএনপি'র সাবেক সভাপতি ও বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাচিং প্রু জেরী কে আহবায়ক,অধ্যাপক ওসমান গনিকে সিনিয়র যুগ্ন আহবায়ক,মুজিবর রশিদকে যুগ্ন আহবায়ক,

 মো: জাবেদ রেজা কে সদস্য সচিব ও ম্যামাচিংকে সদস্য করা হয়েছে। ২রা ফেব্রুয়ারী বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটি কর্তৃক জারীকৃত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। কমিটি প্রকাশের পর বিএনপি এ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের মাঝে আনন্দের উচ্ছ্বাস দেখা দিয়েছে।

জানা যায়,২০১৭ সালে ম্যামাচিং কে সভাপতি ও মো: জাবেদ রেজাকে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ৩মাসের জন্য অন্তবর্তীকালীন বান্দরবান জেলা বিএনপি'র কমিটি ঘোষনা করা হয়। দীর্ঘ বছর ধরে ম্যামাচিং-জাবেদ এবং সচিং প্রু জেরী কেন্দ্রিক বান্দরবান জেলা বিএনপি'র রাজনীতিতে দুভাগে বিভক্ত। নেতৃত্ব ও ক্ষমতার দ্বন্ধে দুপক্ষের রশিটানা টানিতে ৩মাস মেয়াদী জেলা কমিটি বয়স ৮ বছরে উন্নিত হয়। জেলা বিএনপি'র এই দুগ্রুপ আধিপত্য বজায় ও নেতা কর্মীদের উজ্জীবিত রাখতে জেলাসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত দলীয় কর্মসুচী পালন করে আসছিল। আধিপত্য ধরে রাখতে এবং বিভিন্ন ইস্যুতে দুগ্রুপের নেতা কর্মীরা রক্তক্ষয়ী সংর্ঘে পর্যন্ত জড়িয়েছিল। সব ছেয়ে অবাক করার বিষয় ছিল 

আ'লীগের টানা ১৭ বছর ক্ষমতায় থাকা কালীন সময়ে বান্দরবানে বিএনপি দুগ্রুপের রক্তাক্ত সংর্ঘষ এবং পাল্টাপাল্টি মামলা।

বান্দরবান জেলা বিএনপি'র সদস্য ঘোষিত ও দায়ীত্ব প্রাপ্ত নেতৃবৃন্দদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে

স্থানীয় বিএনপি'র সাধারন নেতা কর্মীরা জানান,বান্দরবান জেলা বিএনপিতে দীর্ঘ দিন দুভাগে বিভক্ত ছিল যার ফলে আমরা বিব্রতকর। এই দীর্ঘ বছর আমরা স্বাধিন ভাবে রাজনীতি করতে পারিনি। বান্দরবান জেলা বিএনপিতে আমরা কোন গ্রুপিং চাইনা। বিএনপি'র কেন্দ্রীয় নীতি নির্ধারকরা এবার একটি যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। যার ফলে বিএনপির সকল কান্ডারী একই প্লট ফরমে এসে রাজনীতি করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এজন্য তারা বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল সিনিয়র নেতৃবৃন্দ কে ধন্যবাদ জানান তারা।