আজ রবিবার ২ ফেব্রুয়ারী ২০২৫, ১৯শে মাঘ ১৪৩১

বোয়ালখালীতে বিরোধ মিটিয়ে শান্তি রক্ষা করলেন বোয়ালখালীর এসি ল্যান্ড

বোয়ালখালী প্রতিনিধি: | প্রকাশের সময় : শনিবার ১ ফেব্রুয়ারী ২০২৫ ০৮:২৬:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি মসজিদের শৌচাগার ও অজুখানা নির্মাণ নিয়ে এলাকায় এক ব্যক্তির সাথে বিরোধের জেরে উত্তেজনা বিরাজ করছিল।ফলে এ নিয়ে এলাকায় সংঘাতের আশংকা দেখা দেয়।  দীর্ঘ দিনের  এ  বিরোধ মিটিয়ে এলাকায় শান্তি রক্ষা করলেন  বোয়ালখালীর এসি ল্যান্ড কানিজ ফাতেমা।

 

মঙ্গলবার দুপুরে বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী  তের নাম্বার পুল এলাকার নেয়ামত ফকির জামে মসজিদের শৌচাগার ও অজুখানা নির্মাণ নিয়ে এলাকার এক প্রবাসির সাথে বিরোধের সৃষ্টি হলে বোয়ালখালীর এসিল্যান্ড কানিজ ফাতেমার হস্তেক্ষেপে সমাধান করা হয়।

 

জানা গেছে, বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী তের নাম্বার পুল এলাকার নেয়ামত ফকির জামে মসজিদ পরিচালনা কমিটি ও সমাজের লোকজনের সাথে জায়গা জমি নিয়ে প্রবাসি মো. জাহাঙ্গির আলমের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। বেশ কয়েকবার হামলা-মামলার ঘটনাও ঘটে। রমযান মাসকে সামনে রেখে গত কয়েকদিন আগে  মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসি শৌচাগার ও অজুখানা নির্মাণ করতে গেলে প্রবাসি জাহাঙ্গির আলম  চলাচলের রাস্তা দাবী করে বাধা প্রদান করেন। রাস্তার সরকারি জায়গা দখল করে মসজিদের শৌচারগার নির্মাণের অভিযোগ এনে বোয়ালখালীর এসিল্যান্ডের কাছে অভিযোগ দায়ের করেন।এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে অভিযোগের প্রেক্ষিতে এসিল্যান্ড ঘটনাস্থলে গিয়ে জায়গাটি পরিদর্শন করেন। উভয় পক্ষের মধ্যে বিরোধ মিমাংসা করে দেন।

এ ঘটনায় মসজিদ কমিটি ও এলাকাবাসি এসিল্যান্ডকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

 

 মসজিদ পরিচালনা কমিটি ও স্থানীয় এলাকাবাসি জানান, প্রবাসি জাহাঙ্গির দীর্ঘদিন ধরে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকার লোকজনকে মামলা হামলা দিয়ে  হয়রাণী করে আসছে। এলাকার মানুষ অনেক চেষ্টা করেও তার সাথে বিরোধ মিটাতে সক্ষম হয়নি। পরে মসজিদের অজুখানা শৌচাগার করতে গেলে নতুনভাবে তার সাথে বিরোধ সৃষ্টি হয়। জাহাঙ্গির বিভিন্নভাবে এলাকার মানুষকে হয়রাণী করতে প্রশাসনের দপ্তরে অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে এসিল্যান্ড সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মসজিদ ও এলাকাবাসির পক্ষে রায় দেন। এসিল্যান্ডের ন্যায় বিচারে এলাকা সংঘাত ও অপ্রীতিকর ঘটনা থেকে রক্ষা পেয়েছে। ফলে সুন্দর সমাধানের জন্য এলাকার মানুষ এসিল্যান্ডকে ধন্যবাদ জানিয়েছেন।



সবচেয়ে জনপ্রিয়