বান্দরবানের লামায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯,এ রুজুকৃত মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোহাম্মদ ইলিয়াছ পারভেজ ও লামা পৌর শাখার সাবেক সভাপতি বিপ্লব নাথ নামে ছাত্রলীগের ২ নেতাকে গ্রেফতার করেছে। বুধবার ০৮ জানুয়ারী লামা পৌর এলাকায় অভিযান পরিচালনা করে দুজনকে গ্রেফতার লামা থানা পুলিশ।
মামলা সূত্রে জানা যায়,০৪ জানুয়ারী ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লামার রুপসি পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে ছাত্রলীগ।
বাংলাদেশ ছাত্রলীগ কে সংগঠিত ও পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে আরো সক্রিয় করার লক্ষ্যে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে প্রতিষ্ঠা বার্ষিকীর স্থিরচিত্র ও নিষিদ্ধ বিভিন্ন স্লোগান সম্বলিত পোস্ট ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে Md Abdul Kaiyum নামীয় ফেসবুক আইডি থেকে যা মুহুর্তেই ভাইরাল হয়।যা সন্ত্রাস বিরোধী আইন/২০০৯ এর ৮/৯(৩)/১২ ধারার অপরাধ। লামা থানার ডেসপাস স্মারক নং-১৬৭,পুলিশ বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে ১৫ জনকে এজহার নামীয় আসামি আরো অনেক কে অজ্ঞাতনামা আসামি করে মামলা রুজু হয় মামলা নং-৪ তারিখ ৯.১.২৫ ইং।
লামা থানা অফিসার ইনচার্জ(ওসি)মো.শাহাদাৎ হোসেন বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের দুইজনকে গ্রেফতার করা হয়েছে।সন্ত্রাস দমন আইনের মামলায়
পারভেজ ও বিপ্লব নাথকে বান্দরবান জেল হাজতে প্রেরণ করা হয়েছে।লামা চৌকি আদালতের বিজ্ঞ বিচারক জেল হাজতে প্রেরণের আদেশ দেন।বাকী আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।