আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

লামার আজিজনগর ইউপি'র' ২০২২-২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

বেলাল আহমদ,লামা(বান্দরবান) প্রতিনিধি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২ জুন ২০২২ ০৬:০৫:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের লামা উপজেলার ৪নং আজিজনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার (২ জুন) দুপুর ১২টায় ২০২২-২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।

আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন কোং সভাপতিত্বে ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মংছাইথোয়াই চাক। এ অর্থ বছরে আয়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৯১ লক্ষ ৫৩ হাজার টাকা। এর মধ্যে রাজস্ব আয় থেকে আসবে ১৩ লক্ষ ৬০ হাজার টাকা ও উন্নয়ন খাত থেকে আয় হবে ১ কোটি ৭৭ লক্ষ ৯৩ হাজার টাকা। এই বাজেটে আয় এবং ব্যয় সমান সমান দেখানো হয়েছে। কোন উদ্বৃত্ত বা ঘাটতি দেখানো হয়নি।

 

এ অর্থ বছরের বাজেট ঘোষনা অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, সুধিজন এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো জসিম উদ্দিন জানান, বাজটেটি যুগোপোযোগী ও জনবান্ধব এবং এলাকার উন্নয়নকেই মূলত এই বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে।