বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক তঞ্চঙ্গ্যা রক্সি নিজ বাড়িতে আনুমানিক সকাল ১১ ঘটিকায় নিজ রুমে সেলিন ফ্যানে গলাই ফাঁস দিয়ে আত্ম হত্যা করেছেন।
মৃত্যুর ব্যক্তি ৩নং আলেক্ষ্যং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বতটলী পাড়ার মৃতু অনিল তঞ্চঙ্গ্যা ও মাতা গীতি তঞ্চঙ্গ্যার বড় ছেলে অনিক তঞ্চঙ্গ্যা (২৮)। মৃত্যুর কালের তার নিজ ব্যক্তিগত ডাইরিতে কিছু লেখা দিয়ে গলাই ফাস দিয়ে আত্মা করে মারাগেছেন।