আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

রোয়াংছড়িতে বিএনপি’র বিক্ষোভ ও সমাবেশ

রোয়াংছড়ি প্রতিনিধিঃ | প্রকাশের সময় : সোমবার ২৯ অগাস্ট ২০২২ ০৭:৪৩:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

দেশে জ্বালানি তেল, পরিবহন ভাড়া, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বভাবিক মূল্য বৃদ্ধি, ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিমকে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে রোয়াংছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার (২৯ আগষ্ট) সকালে উপজেলা বিএনপি’র সাবেক এমপি ও সদস্য কেন্দ্রীয় কার্য নিবার্হী কমিটি সাচিংপ্রু জেরী নেতৃত্বে উক্ত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি ওয়াগয় পাড়া-রোয়াংছড়ি বাজার হয়ে রোয়াংছড়ি পাড়াতে প্রদক্ষিণ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওসমান গণি, উপজাতি বিষয়ক সম্পাদক, সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি ও জেলা ছাত্রদল সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি উম্মে কুলসুম লীনা, লামা উপজেলা সভাপতি ও জেলা যুবদলের সাবেক সভাপতি আবদুল মাবুদ, জেলা কমিটি সাবেক সহ-সভাপতি সাশৈপ্রু হেডম্যান, বান্দরবান পাবর্ত্য জেলা পরিষদের সাবেক সদস্য ও কোষাধ্যক্ষ চিংসাপ্রু কেসি, লাম পৌরসভা সাবেক মেয়র ও জেলা সহ-সভাপতি আলমগীর হোসেন, শ্রমিক দলের সভাপতি আবু তাহের, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক জহির উদ্দিন মারুফ, জেলা যুব দলের সাবেক সভাপতি মো. হারুনুর রশিদ, সেচ্ছাসেবক দলে সিনিয়র সহ-সভাপতি দৌলতুল কবির খান সিদ্দিকী, রুমা উপজেলা বিএনপি সভাপতি  ও ক্ষমখ্য মৌজার হেডম্যান লিয়ার সম বমসহ প্রমূখ।

 

বক্তরা বলেন, দেশে খুন, গুম, দুর্নীতি বেড়েছে। দ্রব্য মূল্য বৃদ্ধির জন্য সরকারের লোকদের দুর্নীতি দায়ী। এই করোনা মহামারীর মধ্যেও আওয়ামী লীগের নেতাকর্মীরা কোটিপতি হয়েছে। আর সাধারণ মানুষ নিঃস্ব হয়েছে। দেশের মানুষ খুব কষ্টে আছে। তাই একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব মানুষের কষ্ট লাঘব করা। তাই সকলের স্বার্থে আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি।

এসময় রোয়াংছড়ি উপজেলা যুগ্ম সম্পাদক ক্যসাইনু মারমা সঞ্চালনায় সিনিয়র সহ-সভাপতি শৈসাঅং মারমা সভাপতিত্বে স্বাগতম বক্তব্য রাখেন উপজেলা বিএনপি কমিটি সাচিংথুই মারমা। অন্যান্যরা উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা শ্রমিক দলের সভাপতি মুনথিম বম, যুবদলের সম্পাদক নয়নতসেন তঞ্চঙ্গ্যা, উপজেলা মহিলা দলের সভাপতি চিংম্রাউ মারমা, সিনিয়র সহ-সভাপতি প্রুহ্লাচিং মারমাসহ  উপজেলা বিএনপি অংগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা মিছিলে ও সমাবেশে অংশ গ্রহন করেন।