বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজনের উপজেলা পরিষদ সভা মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। বর্তমানে নারী ক্ষমতায়ন, শিক্ষা,স্বাস্থ্য,কৃষি, ঘরে ঘরে বিদ্যুৎ,সুরক্ষ, ডিজিটাল, আশ্রয়ন প্রকল্প,সামাজিক নিরাপত্তা, বিনিয়োগ বিকাশ, আমার বাড়ি আমার খামারসহ ১০টি উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নের লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এসব কথা বলেন। বৃহস্পতিবার (৯ জুন ২০২২) আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ফখরুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা, সহকারী কমিশনার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. কায়েসুর রহমান, রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মান্নান। ইতিপূর্বে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজি রোয়াংছড়ি থানা অস্ত্রাগার ও মালখানা পরিদর্শন ও থানার প্রঙ্গনে বৃক্ষরোপণ করেন।