আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

রোয়াংছড়িতে একজনকে অপহরণে পর মারধর করে ছেড়ে দিলেন সন্ত্রাসীরা

রোয়াংছড়ি প্রতিনিধিঃ | প্রকাশের সময় : বুধবার ২৮ সেপ্টেম্বর ২০২২ ০৯:৩০:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 বান্দরবানের রোয়াংছড়িতে লালচুং লিয়ান বম (৫৫) নামে একজনকে কেএনএফ সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে গিয়ে ব‍্যাপক মারধরের পর ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ১নং রোয়াংছড়ি সদর ইউনিয়ন ১নং ওয়ার্ড সোয়ানলু পাড়া বাসিন্দা মৃত নাইকাপ বমের ছেলে। গত ২৭ সেপ্টেম্বর বিকাল ৩টা দিকে নিজ বাড়ির উঠানে কাজ করার অবস্থায় অপরিচিত ৪জন লোক প্রবেশ করেন। কিছু বুঝি উঠার আগে চার অপরিচিত লোকজন আমাদের সাথে যেতে হবে বলে ডেকে নিয়ে যায়। পরে সন্ত্রাসীদের আস্তানা এলাকার পৌঁছলে অপ্রাসঙ্গিক কথা জিজ্ঞেস করেন এবং সাথে সাথে মধ‍্যযুগী কায়দায় শারীরিক নির্যাতন করে গভীর রাতে সন্ত্রাসীদের আস্তানা থেকে লালচুং লিয়ান বমকে ছেড়ে দেন। পরে সন্ত্রাসীদের কাছ থেকে ছাড়া পেয়ে বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১১টা দিকে আহত অবস্থায় সোয়ানলু পাড়া নিজ বাড়িতে পৌঁছেন। অপহৃত ব‍্যক্তি বলেন আমি একজন নিরীহ মানুষ। কোন দল বা সংগঠন সাথে যুক্ত নাই। আমি আগে রোয়াংছড়ি বাজারে ফার্মেসী দোকান দিয়ে আসছিলাম। সবার সাথে ভাল ব্যবহার করে আসছি। আমার মতে কাহারো উপর কোন খারাপ ব্যবহার বা খারাপ আচারণ করেনি। বতর্মানে নিজ ফলজ বাগান নিয়ে চাষাবাদ করে আছি। এসব রাজনৈতিক ও কোন সংগঠন সাথে সম্পৃক্ত থাকতে চাই না। তাই এসব ঝামেলা থেকে সরে থাকছি। কিন্তু কুকি-চিন ন‍্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামে সদস্যরা অন‍্যথায় আমাকে ডেকে নিয়ে নির্যাতন করেন এবং আমার স্ব-পরিবারকে মেরে ফেলার হুমকি দিয়েছে। বর্তমানে আমাদের পরিবারের নিরাপত্তাহীনতা ভোগছে। আমি নির্যাতনে স্বীকারও হয়েছি। আমি নিরপেক্ষ আছি তাই নিরপেক্ষই থাকতে চাই।

রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) বলেন অপহরণে বিষয় ও অভিযোগ পাওয়া যায়নি।