বান্দরবানের রোয়াংছড়িতে ২নং তারাছা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তিরুন পাড়ায় সিংরন ম্রো মাচাং ঘর আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হওয়ায় ক্ষতিগ্রস্থ পরিবারকে জেলা প্রশাসন বান্দরবানের পক্ষে অনুদান (নগদ-০৯ হাজার টাকা, ০৩(তিন) বান্ডেল টিন, ৩০(ত্রিশ) কেজি চাউল এবং উপজেলা প্রশাসনের পক্ষে শুকনো খাবার, কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে ক্ষতিগ্রস্ত পরিবারে ত্রাণ বিতরণ সময়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.খোরশেদ আলম চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ক্রইচিংপ্রু মারমা।
তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা বলেন বুধবার ২৪ আগষ্ট মধ্য রাতে চুলা থেকে সূত্রপাত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটি সম্পূর্ণ ভম্মীভুত হয়ে যায়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরী জানান জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারকে মুজিব্বর্ষের ঘর দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় ভুক্তভোগী পরিবার জেলা প্রশাসক মহোদয়ের জন্য দোয়া করেছেন।
এ সময়ের উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, চনুমং মারমাসহ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকসহ প্রমুখ।