আজ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

রামগড়ে অস্ত্রসহ যুবক গ্রেফতার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: | প্রকাশের সময় : মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪ ০৪:৪৬:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

খাগড়াছড়ি জেলার রামগড়ে পুলিশের বিশেষ অভিযানে সুবেল ত্রিপুরা সজল (২৮) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে দেশীয় তৈরি দুটি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

 

সোমবার (১৯ নভেম্বর) ভোররাতে রামগড় থানার এসআই তারেক হোসেনের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আটক যুবকের জরিচন্দ্রপাড়া গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ সজলকে গ্রেফতার করে।

 

রামগড় থানার অফিসার ইনচার্জ মো. মঈন উদ্দিন জানান, আসামি সুবেল ত্রিপুরা সজল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তার কাছ থেকে একটি দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত পিস্তল, একটি কাঠের বাটযুক্ত এলজি, দুই রাউন্ড কার্তুজ এবং দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ)/১৯(এফ) ধারায় রামগড় থানায় মামলা (নং-০৭, তারিখ: ১৯/১১/২০২৪) রুজু করা হয়েছে।