আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

মিয়ানমার থেকে নাইক্ষ‍্যংছড়ি সীমান্তে বিস্ফোরণের বড় আওয়াজে প্রকম্পিত

মোঃ ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : সোমবার ৩১ অক্টোবর ২০২২ ১০:৪৯:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তমব্রু সীমান্ত পিলার দিয়ে বিকট শব্দের বিস্ফোরণের আওয়াজে প্রকম্পিত হয়েছে উক্ত এলাকা। গত সনিবার বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমার নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর গোলা নেক্ষেপ,প্রাণহানি ও অবৈধভাবে দেশটির হেলিকপ্টার উড্ডয়নের ঘটনায় আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। সনিবারে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকে তারা দুঃখ প্রকাশ করে। এর আগে বৈঠকে সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার জন্য তীব্র প্রতিবাদ জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে মিয়ানমারের অভ্যন্তরীণ কোন্দলে চলমান সংঘাতের জেরে ভবিষ্যতে যেন বাংলাদেশের অভ্যন্তরে কোনো গোলাবারুদ না পড়ে,সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখার আহবান জানানো হয়েছে। এই বৈঠকের পরে সীমান্ত জনপদের মানুষের মাঝে একটু আশার আলো সঞ্চার হয়েছিল,হয়তো গোলাগুলি এবং মর্টারশেল বিস্ফোরণের বিকট শব্দ আর আসবেনা,কিন্তু দিন পেরুতেই সোমবার দুপুর ১২টা ৩০মিনিটে একটি,১২টা৫৫ মিনিটে আরেকটি,১টা ৩০ মিনিটে একটি সহ মোট তিনটি বিকট শব্দের আওয়াজ করে বিস্ফোরণে প্রকম্পিত হয় বলে জানিয়েছেন তমব্রুর ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আলম। তমব্রু বাজারের ব্যাবসায়ী মোঃ সরোয়ার জানান সীমান্ত পিলার ৩৯ নাম্বারের মাঝখানে দিয়ে বিস্ফোরণের বিকট শব্দ গোল এসেছে বলে তার ধারণা।