আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

বান্দরবান জেলা প্রশাসকের আয়জনে নানান কর্মসূচির মধ‍্যদিয়ে পালিত হতে যাচ্ছে "'

বান্দরবান প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ৩ অগাস্ট ২০২২ ০১:২৪:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

৫ আগষ্ট শহীদ ক্যাপটেন শেখ কামাল,৮ আগষ্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর জন্ম বার্ষিকী  ও ১৫ আগষ্ট দক্ষিণ এশিয়ার লৌহ মানব বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহদত বার্ষিকী উদযাপন  উপলক্ষে বান্দরবান আজ ৩ রা আগষ্ট সকালে বুধবার  জেলা প্রশাসক হলরুমে সম্মানিত জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়, উক্ত প্রস্তুতি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ বান্দরবান জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌরসভার  মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,অতিরিক্ত জেলা প্রশাসক ডাঃ মোঃ শেখ সাদেক,  বান্দরবান  অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজা সরোয়ার,  বান্দরবানে কর্মরত সরকারী দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

১৯৭৩ সালে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) শীর্ষ সম্মেলনে প্রথমবারের মতো সাক্ষাৎকালে বঙ্গবন্ধুর সম্পর্কে কিউবার নেতা ফিদেল ক্যাস্টো বলেছিলেন,

 ‘আমি হিমালয় দেখিনি, তবে শেখ মুজিবের ব্যক্তিত্ব ও সাহসিকতা দেখেছি। এই লোকটি একটি হিমালয় পবর্ত। আমি তাকে দেখে হিমালয় পবর্ত দেখার অভিজ্ঞতা অর্জন করেছি।’

একই সম্মেলনে ভাষণ দিতে গিয়ে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত। এক ভাগে শোষক শ্রেণি, আরেক ভাগে শোষিত। আমি শোষিতের দলে।