আজ ৩ রা নভেম্বর জাতীয় চার নেতার জেল হত্যা দিবস উপলক্ষে এক আলোচনার সভার আয়োজন করা হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সদস্য হত্যা পরবর্তী ৩ নভেম্বর জাতীয় চার নেতা ( জেল হত্যা) দিবসে শ্রদ্ধার সাথে স্মরণ করেন বিনম্র শ্রদ্ধা জানান মোহাম্মদ ইসলাম বেবী সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ বান্দরবান। তিনি বলেন শোকাবহ জেল হত্যা দিবস, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একটি বেদনাবিধুর ও কলঙ্কময় দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় এই দিনটি। দিবসটি উপলক্ষে ৩ রা নভেম্বর বিকাল ৫ টার সময় বান্দরবান বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে সম্মেলন বান্দরবান জেলা আওয়ামী লীগের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বান্দরবান জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাসের সভাপতিত্বে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবী, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, শহর আমলীগের যুগ্মসাধারণ সম্পাদক কামাল পাশা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমলকান্তি দাস, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রফিকুর ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের সকল নেতা ও সদস্য বৃন্দ। অনুষ্ঠানে অতিথিদের জেলহত্যা দিবস উপলক্ষে নানা তাৎপর্য তুলে ধরেন এবং মুক্ত-আলোচনার মাধ্যমে সকল তরুণ সমাজের মাঝে জেল হত্যা দিবসের নানা প্রেক্ষাপট উপস্থাপন করেন।