আজ শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

বান্দরবানে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

অসীম রায় বান্দরবান : | প্রকাশের সময় : রবিবার ৯ অক্টোবর ২০২২ ০১:১০:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত হচ্ছে । গাউছিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান জেলা শাখার আয়োজনে পবিত্র জশ্নে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে রোববার (৯ অক্টোবর) সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় ঈদগাহ মাঠে এসে শেষ হয়, পরে ঈদগাহ মাঠে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। গাউছিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান জেলা শাখার সভাপতি মো: হোসেন এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান জেলা শাখার উপদেষ্টা ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান জেলা শাখার সহ-সভাপতি আছহাব উদ্দীন চৌধুরী,সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা আবু তালেব মঈনী,বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক এম এ হাকিম চৌধুরীসহ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ান পর্যয়ের ইসলামী যুব সেনা ও ছাত্র সেনার সদস্য ও মুসলিম জনসাধারণ। এসময় বক্তারা বলেন, ১২ রবিউল আওয়াল সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী (সাঃ) পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) সারাবিশ্বের ন্যায় বাংলাদেশের সকল জেলায় আমরা উদযাপন করছি। মহানবী হজরত মুহাম্মদ (সা.)এর জন্ম ও মৃত্যু দিবস আজকের এই দিনে। ৫৭০ খৃস্টাব্দের এ দিনে মক্কায় জন্ম গ্রহণ করেন তিনি আর ৬৩২ খৃস্টাব্দে একইদিনে ইহলোক ত্যাগ করেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)। এসময় বক্তারা আরো বলেন, আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার দূর করতে এই দিনে তৌহিদের মহানবাণী নিয়ে এসেছিলেন এ মহামানব। বিশ্বের মুসলিম সম্প্রদায়সহ শান্তিকামী প্রত্যেক মানুষের কাছে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।