আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

বান্দরবানে কমিনিউটি পুলিশিং ডে অনুষ্ঠিত

অসীম রায় বান্দরবান : | প্রকাশের সময় : শনিবার ২৯ অক্টোবর ২০২২ ১২:৫৪:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

"মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি"এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে পালিত হয়েছে কমিনিউটি পুলিশিং ডে ২০২২। আজ ২৯ শে অক্টোবর শনিবার সকালে বান্দরবান সদর থানা কার্যালয়ের সদর থানা ভারপ্রাপ্ত অফিসার শহীদুল ইসলাম (ওসি) সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বান্দরবান জেলা পুলিশ সুপার বিপিএম তারিকুল ইসলাম । শুরুতেই জেলার বিভিন্ন গ্রাম ইউনিয়ন থেকে আগত সর্বসাধারণরা নিজ নিজ এলাকায় ঘটনা একে একে উপস্থাপন করেন। পরে প্রধান অতিথি জনগনের উদ্দ্যশে ঘটে যাওয়া উপকারবলী ও পুলিশে তৎপরতা চালানো হবে বলে আশ্বাস দেন। অতিরিক্ত পুলিশ সুপার সুপার অশোক পাল,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ডি এসবি) মোঃ সালাউদ্দিন মেয়র ইসলাম বেবী পৌরসভার বান্দরবান, মোঃ সরোয়ার রেজা, লক্ষী পদ দাশ জেলা পরিষদের সদস্য, , ৩নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ, ৪নং ওয়ার্ডের উমর ফারুক ৮ নং ওয়ার্ডের কামরুল হাসান বাচ্চু, ৯ নং ওয়ার্ডের মোঃ সেলিম রেজা, ১,২,৩ নং ওয়ার্ডের পৌর মহিলা কাউন্সিলর দিপীকা রানী তংচংগ্যা, ৪,৫,৬, নং ওয়ার্ডের এ.মে.চিং মার্মা, ৭.৮.৯ নং ওয়ার্ডের শাহানারা আক্তার, প্রেসক্লাবে সভাপতি আমিনুল ইসলাম বাচ্ছু সহ প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মী, জনপ্রতিনিধি ও পুলিশ কর্মকর্তাসহ সর্বসাধারণ ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।