আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

ফটিকছড়ির ভূজপুর আদর্শ স্কুলে জামাল উদ্দীন সিকদার অডিটোরিয়াম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : | প্রকাশের সময় : রবিবার ৩০ জুন ২০২৪ ০২:২৭:০০ পূর্বাহ্ন | দেশ প্রান্তর

ফটিকছড়ির ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভূজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে রোটারিয়ান জামাল উদ্দিন সিকদার অডিটোরিয়ামের শুভ উদ্বোধন করা হয়েছে। ২৯ জুন(শনিবার) সকালে ফলক উন্মোচন ও ফিতা কেটে অডিটোরিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ। জানা যায়, ভূজপুরের কৃতি সন্তান, শিপিং ব্যবসায়ী, রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের সভাপতি মোঃ জামাল উদ্দিন সিকদারের ব্যক্তিগত অর্থায়নে স্কুলের শিক্ষার্থীদের জন্য ভবনটি নির্মাণ করা হয়।

 

এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ির সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। সংবর্ধিত অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন মুহুরী। বিদ্যালয়ের সভাপতি তাপস চন্দ্র বাবুর সভাপতিত্বে ও পরিচালনা কমিটির সদস্য লোকমান হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মতিউর রহমান, চট্টগ্রাম কর আপীল জোনের কর কমিশনার সামিনা ইসলাম, ভূজপুর থানার ভারপ্রাপ্ত অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, ফটিকছড়ি উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আকতার নুপুর, সুন্দরপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহনেওয়াজ, উত্তর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল বশর ও বিদ্যালয়ের সাবেক সভাপতি কবির আহমদ সওদাগর। 

 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চার্টার প্রেসিডেন্ট ও সাবেক ডিস্ট্রিক্ট সেক্রেটারি  মোহাম্মদ শাহজাহান,পিপি ইন্জিনিয়ার আমজাদ হোসেন, এস এম জমির উদ্দিন, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ বেলাল, ইকরাম পাশা,রোটারিয়ান এস এম সাজ্জাদ, আহমেদ ইসমাইল, আব্দুল হালিম, তরুণ কিশোর দেব, মোহাম্মদ এরশাদ উল্লাহ, প্রধান শিক্ষক লিটন কুমার দে প্রমূখ।