আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি সীমান্তে চারদিন পরে বিস্ফোরণের তুমুল শব্দ

মোঃ ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৭ অক্টোবর ২০২২ ০৮:৪৭:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়ি মিয়ানমার সীমান্তে গত রবিবার থেকে বুধবার পযর্ন্ত টানা চারদিন কোন গোলাবারুদ বিস্ফোরণের শব্দ আসা একেবারেই বন্ধ থেকে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সকাল ১০টা পযর্ন্ত থেমে থেমে গোলাগুলি এবং আর্টিলারি মর্টারশেল বিস্ফোরণের আওয়াজে বাংলাদেশের অভ্যন্তরের সীমান্তের মানুষের মধ্যে ভয় কাজ করছে বলে জানিয়েছেন লোকজন। নাইক্ষ্যংছড়ি উপজেলার নিয়ন্ত্রণাধীন দৌছড়ি ইউনিয়নের লেবুছড়ির উপরে পাইনছড়ি সীমান্ত পিলার ৫২,৫৩ মাঝ দিয়ে ২৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৬টার থেকে তুমুল আওয়াজ মিয়ানমারের সামান্য ভিতরে তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে চলা সংঘর্ষের গোলাবারুদ ফোটাফুটির এই বিপদজনক শব্দে ভাবিয়ে তুলেছে স্থানিয়দের, উক্ত সীমানার কাছে বসবাসরত কৃষক মোঃ কামাল হোসেন জানান তিনি বাগানে কাজ করতে যাওয়ার সময় গোলাগুলির ব্যাপক শব্দ মিয়ানমারের ভিতর থেকে আসায় তিনি ভয়ে আর বাগানে জাননি। জামছড়ির স্থায়ী বাসিন্দা মোঃ আব্দু রহমান জানান ভোরে তার ঘুম ভেঙ্গে যায় উল্লেখিত পিলার দিয়ে ব্যাপক গোলাবারুদ বিস্ফোরণের শব্দে,তিনি আরো জানান জামছড়ির ৪৫ সীমান্ত পিলারের মিয়ানমারের সামান্য ভিতরে মানুষের ব্যাপক গুঞ্জন শোনা যায়,সম্ভবত তারা স্বাধীনতা কামি আরকান আর্মি? এবং কয়েক ঘন্টা পর পর ধোয়ার কুণ্ডলী দেখা যায় সম্ভবত রান্নাবান্নার করার সময় এই ধোঁয়ার উৎপত্তি হয়। এ ব্যাপারে দৌছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ ইমরানের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও নেটওয়ার্ক সমস্যা জনিত কারণে যোগাযোগ করা সম্ভব হয়নি।