আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ির সীমান্ত এলাকা শান্ত, স্বাভাবিক হয়েছে মানুষের জীবন যাত্রা

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : রবিবার ৩ মার্চ ২০২৪ ১১:৪২:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ‍্যংছড়ি-মিয়ানমারের সীমান্ত এলাকার সব খানে গত ৬দিন ধরে কোন বিস্ফোরণের শব্দ সীমান্ত এলাকা দিয়ে নাইক্ষ‍্যংছড়ির অভ‍্যন্তরে আসেনি। সীমান্তের কাছে বসবাসকারী হাজারো মানুষের মধ্যে ফিরেছে স্বাভাবিক জীবন যাত্রা,নাইক্ষ‍্যংছড়ি -মিয়ামারের সীমান্ত শুরু হয়েছে ঘুমধুম ইউনিয়নের ৩১ নাম্বার সীমান্ত পিলার থেকে,শেষ হয় দৌছড়ি ইউনিয়নের ৫৫ নাম্বার পিলারের টারগুছড়া নামক জায়গাতে। ঘুমধুমের তমব্রু এলাকার মোঃ আবছার জানান,এখন আমরা পুরোপুরি শান্ত পরিবেশে আছি,তবে কিছুটা আতঙ্ক কাজ করে যদি কখনো দখল হওয়া ক‍্যাম্প গুলো পুনরায় উদ্ধারের চেষ্টা করে যুদ্ধ বিমান থেকে গোলাবারুদ নিক্ষেপ করা শরু করে সরকারি বাহিনী গুলো এর প্রভাব যদি আমাদের সীমান্ত এলাকায় এসে পড়ে এই চিন্তাই? ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন,তাদের এলাকার দৈনন্দিন  কর্মকাণ্ডে সব শ্রেণি পেশার মানুষ পুরোদমে সক্রিয় হয়েছে  এখন আর আতঙ্কবোধের মধ্যে নেই সীমান্ত এলাকার মানুষ। নাইক্ষ‍্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল  আবছার ইমন বলেন,তার সীমান্ত  এলাকা দিয়ে গত কয়েক দিনে বিস্ফোরণের বিকট শব্দ আসার খবর নেই। দৌছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ ইমরান বলেন, তার এলাকার সীমান্ত একেবারে ঝামেলা মুক্ত,তবে কয়েকটি জায়গা দিয়ে চোরাচালান হচ্ছে।