আজ বুধবার ৪ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

ফটিকছড়িতে আগুনে পুড়ে নিহত- ১

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ০৯:২৬:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

ফটিকছড়িতে আগুনে পুড়ে আলী হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ১৬ মে(বৃহস্পতিবার)  উপজেলার নানুপুর ইউনিয়নের মাইজভাণ্ডার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলী হোসেনের মুন্সিগঞ্জের রানীগাঁও ইউনিয়নের বারহাট্টার বাসিন্দা। 

 

জানা যায়, মাইজভাণ্ডার এলাকার সৈয়দ নাজিম উদ্দিনের বসত ঘর ও ভাড়া বাসায় আগুন লাগলে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালালেও পরে ফটিকছড়ি ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এর আগে নিহত আলী হোসেন বাঁচার জন্য ছাদের দ্বিতীয় তলা থেকে নিচে লাফ দিলে সেখানে আগুনে পুড়ে সে মারা যায়।

 

ফটিকছড়ি ফায়ার সার্ভিস ইনচার্জ ডলার ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিত্যক্ত ভবনের দুইতলা থেকে লাফ পড়ে আগুনে পুড়ে যায়। দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই এবং একজনের লাশ উদ্ধার করা হয়।