আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়িতে সাংবাদিক রশীদের অবস্থার অবনতি উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ্যংছড়ি, | প্রকাশের সময় : মঙ্গলবার ৭ জুন ২০২২ ১২:০২:০০ পূর্বাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী পেঠান আলী পাড়া জামে মসজিদ কমিটির সভাপতি ও নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য এবং দৈনিক খোলা কাগজ প্রত্রিকার নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি আহত সাংবাদিক আব্দুর রশিদের অবস্থার আরো অবনতি ঘটেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য শনিবার (৪ জুন) কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে নাইক্ষ্যংছড়ি হাসপাতাল কর্তৃপক্ষ। ৬ জুন কক্সবাজার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে বলে জানা গেছ । স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার (৩ জুন) বাইশারী পেঠান আলী পাড়া জামে মসজিদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার সময় তার উপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালালে এতে তিনি গুরুতর আহত হন। এদিন বেলা সাড়ে ১২ টার দিকে সাংবাদিক আব্দুর রশিদকে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে ভর্তি করান। জানা যায় ঐ এলাকায় জনতা কর্তৃক গণধোলাইয়ে নিহত কুখ্যাত ডাকাত সাহাব উদ্দিনের ভাই মোঃ রফিক ও মোটরসাইকেল চোর সিন্ডিকেটের প্রধান এবং বহু মামলার আসামি আজিজুল হক পুতিয়াসহ কয়েক জন মহিলা পুকুরটি তাঁদের বলে দাবী করে এ হামলা চালায়। এ ঘটনায় আব্দুর রশিদ গুরুতর আহত হয়। তাকে নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন মসজিদ কমিটির লোকজন। অবস্থার অবনতি হওয়ায় কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানেও চিকিৎসার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতাল কর্তৃপক্ষ আরও উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এদিকে ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও এখনো কোন আসামী গ্রেপ্তার না করায় সাংবাদিক মহলসহ সর্বত্রে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব নেতৃবৃন্দ এক বিবৃতিতে ন্যক্কারজনক এ হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষী ব্যক্তিদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি দাবী জানান। অন্যথায় সাংবাদিক মহল ও সুশীল সমাজ মানববন্ধন সহ লাগাতার আন্দোলন কর্মসূচি পালন করবে বলে জানান নেতৃবৃন্দ । বিবৃতি দাতারা হলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মঈনুদ্দিন খালেদ, আহ্বায়ক আব্দুল হামিদ, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল,সাবেক সভাপতি ইফসান খাঁন ইমন, জয়নাল আবেদীন টুক্কু, মাহমুদুল হক বাহাদুর,হাফিজুল ইসলাম চৌধুরী, মোঃ ইউনুছ, মোঃ শাহীন, তৈয়ব উল্লাহ দৈনিক গণসংযোগ প্রতিনিধি খোকন আকবর প্রমুখ।