আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়িতে এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

মোঃ ইফসান খান ইমন: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩ নভেম্বর ২০২২ ০৬:৪৯:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী উচ্চবিদ্যালয় ও কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ রা নভেম্বর এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কলেজ হল রুমে সকাল ১০ টার সময় বিদায় ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কলেজের প্রভাষক মোঃ শাহ জালাল সাইফীর পরিচালনায় পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ ওমর ফারুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সভাপতি ও বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। যার প্রমাণ আজকের বিদায় ছাত্র ছাত্রীরা। দেশ ও জাতি গঠনে আজকের ছাত্র ছাত্রীদের ভুমিকা ও কোন অংশে কম। সুন্দর ভবিষ্যত গঠনে ভালো লেখা পড়ার প্রয়োজন। ভালো পড়া লেখা ও ভালো চরিত্রের ছা ছাত্রীরা অবশ্যই দেশ ও জাতীর কল্যান বয়ে আনবে বলে তিনি আশা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক হরিকান্ত দাশ, আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন, সাবেক চেয়ারম্যান জালাল আহমেদ, ডাঃ হাসেম সরওয়ার, সিনিয়র শিক্ষক আবদুল লতিফ, নুরুল আমিন, নাইক্ষংছড়ি প্রেসক্লাবের আহবায়ক আবদুল হামিদ, কলেজের প্রভাষক সহ বিদায় ছাত্র ছাত্রী বৃন্দ। অনুষ্ঠান শেষে বিদায়ী পরীক্ষার্থীদের জন্য বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়।