আজ শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

নাইক্ষ্যংছড়ি ১১বিজিবির অভিযানে ৭ মহিষ জব্দ

মোঃ ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : বুধবার ৭ সেপ্টেম্বর ২০২২ ০১:০৭:০০ পূর্বাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়ি সীমান্ত হয়ে রাজস্ব ফাঁকি দিয়ে বাংলাদেশে আসা ফের ৭টি মহিষ জব্দ  করেছে বিজিবি।

 

 মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে ১১ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফুলতলী বিওপির সুবেদার ওয়াহিদ এর নেতৃত্বে বিজিবি জোয়ানরা রামুর কচ্ছপিয়া ইউপির জামছড়ি এলাকা থেকে এসব মহিষ জব্দ করতে সক্ষম হন। 

 

এ সংবাদ লেখা কাল পর্যন্ত মহিষ গুলো বিজিবির ব্যাটালিয়ন সদরে জব্দ কৃত মহিষ নিয়ে আসা হয়। তবে সংশ্লিষ্ট দপ্তরে সোপর্দ করতে প্রক্রিয়া শুরু করেছে বলে জানান  বিজিবি কতৃপক্ষ।

 

 বিজিবি সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকালে একটি বিশেষ টিম অভিযানে নামে। অভিযান এ ৭টি মহিষ জব্দ করে বিজিবি। 

 

 এ বিষয়ে ১১ বিজিবির জোন কমান্ডার ও অধিনায়ক লে. কর্নেল মো. রেজাউল করিম সাংবাদিকদের জানান, তিনি এর আগেও বেশ কয়েক দফা গরু- মহিষ জব্দ করেছেন। তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি অস্ত্র, ইয়াবা, সন্ত্রাস বিরোধী কার্যক্রম ও চোরাই পথে আনা গরু- মহিষসহ সব ধরনের পণ্য আটকে আগের চেয়ে সীমান্তে বিজিবি আরও বেশি তৎপর আছে এবং থাকবে।