বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পুর্নিমা। আর এই উৎসবকে ঘিরে নাইক্ষ্যংছড়ির ধুংরি হ্যাডম্যান পাড়া বড়ুয়া ধইয়ার বাপের মার্মা পাড়া ধাবনখালী মার্মা পাড়া সোনাইছড়ি মার্মা পাড়াসহ নানা পাড়া মহল্লায় বিভিন্ন বৌদ্ধ বিহারে ধর্মীয় আচার অনুষ্ঠান এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় ফানুস উড়ানোর আয়োজন করা হয়েছে। ৯ অক্টোবর রবিবার সন্ধ্যায় ধুংরি হ্যাডম্যান পাড়া বৌদ্ধ বিহার সহ উপজেলার বিভিন্ন বিহারে শত শত শত শত ফানুস উড়ানো হয়। এদিকে শুভ প্রবারনা পুর্ণিমা উপলক্ষে সকাল থেকে ঐতিহ্যবাহী ধইয়ার বাপের মার্মা পাড়া বৌদ্ধ বিহার সহ বিভিন্ন বিহারে দায়ক দায়িকাগণ উপস্থিত হয়ে বুদ্ধ পুজা, বুদ্ধকে স্নান করানো, সমবেত প্রার্থনা সহ নানা ধর্মীয় অনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই উৎসব পালন করেন। যেখানে হাজারো মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়। এদিকে প্রবারণা পূর্নিমা উপলক্ষে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফি উল্লাহ ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।