আজ শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

নাইক্ষ্যংছড়িতে আনসার-ভিডিপির বৃক্ষ রোপণ অভিযানের উদ্বোধন

মোঃইফসান খান ইমন,নাইক্ষ্যংছড়ি: | প্রকাশের সময় : বুধবার ৬ জুলাই ২০২২ ০৭:২৫:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ আনসার-ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে দেশব্যাপী বৃক্ষ রোপন অভিযান ২০২২ এর অংশ হিসেবে নাইক্ষ্যংছড়ি উপজেলা আনসার ভিডিপি’র বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন করা হয়েছে।

 

বুধবার (৬ জুলাই) বেলা ১১ টায় উপজেলা আনসার-ভিডিপির কার্যালয় এবং উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ বৃক্ষ রোপন অভিযানের উদ্বোধন করা হয়।

 

এ সময় উপস্থিত নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, গাছ মানুষের প্রকৃত বন্ধু, গাছ মানুষের সাথে বেঈমানী করেনা তাই গাছ লাগান পরিবেশ বাঁচান। বৃক্ষ রোপণ অভিযানে উদ্বোধক ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আনসার-ভিডিপির কর্মকর্তা মোঃ ফরিদুল আলম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক উমায়ের জাহেদসহ আনসার কোম্পানি কমান্ডার, প্লাটুন কমান্ডারগণ এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দলপতিগণ উপস্থিত ছিলেন।