আজ শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

ঝটিকা সফরে মাচাং ঘর পরিদর্শনে - জেলা প্রশাসক

অসীম রায়, বান্দরবান : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৭ অক্টোবর ২০২২ ০৪:৪৭:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

আজ ২৭ শে অক্টোবর সকালে বৃহস্পতিবার বান্দরবান জেলার সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের ক্রাইক্ষংপাড়া ও রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের নির্মাণাধীন মাচাং ঘর পরিদর্শন করলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজিসহ জেলা মনিটরিং কমিটির সদস্য উপপরিচালক, স্হানীয় সরকার, এক্সইএন, এলজিইডি, জনস্বাস্হ্য প্রকৌশল, পিডাব্লিউডি, জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব মোজাম্মেল হক বাহাদুর । এছাড়াও উপস্হিত ছিলেন ইউএনও, সদর ও রোয়াংছড়ি, উপজেলা, প্রেস ক্লাবের বর্তমান ও সাবেক সভাপতি, রোয়াংছড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান, উভয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারবৃন্দ ও পাড়াবাসী। মনিটরিং কমিটির সদস্যবৃন্দ ঘরের নির্মাণ কাজ ডিজাইন ও প্রাক্কলন অনুযায়ী হয়েছে কিনা যাচাই বাছাই করে দেখেন এবং নির্মাণ কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন। মনিটরিং কমিটির সম্মানিত সদস্য নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্হ্য প্রকৌশল জরুরী ভিত্তিতে উপকারভোগী পরিবারের সদস্যদর জন্য পানীয়জলের ব্যবস্হা করার আশ্বস্ত দেন। জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি উভয় ইউএনওকে স্হানীয় চাহিদা অনুসারে অনুমোদিত ডিজাইন অনুযায়ী টয়লেটের নির্মাণ কাজ শুরু করার নির্দেশ দেন। উপকারভোগী পরিবারের সদস্যরা তাদের পছন্দের পরিবেশবান্ধব, পাহাড়ের সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ ঘর পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অন্যান্য পাড়াবাসীরাও জেলাপ্রশাসকের নিকট এধরণের মাচাং ঘর পাওয়ার জন্য আবেদন করেন।