আজ বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১
রোয়াংছড়িতে ব্র্যাক শিক্ষা কর্মসূচি

জেন্ডার রেসপন্সিভ এডুকেশন অ্যান্ড স্কিলস প্রোগ্রাম ইন চট্টগ্রাম হিল ট্র্যাকস প্রকল্পের অবহিতকরণ সভা

হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৬ অগাস্ট ২০২২ ০২:৩৪:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের রোয়াংছড়িতে ব্র্যাক শিক্ষা কর্মসূচির জেন্ডার রেসপন্সিভ এডুকেশন অ্যান্ড স্কিলস প্রোগ্রাম ইন চট্টগ্রাম হিল ট্র্যাকস প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ আগষ্ট) সকালে ১১.২৫ ঘটিকার সময় উপজেলা পরিষদের মিলনায়তনের সম্মেলন কক্ষে ব্র্যাক শিক্ষা কর্মসূচির বাস্তবায়নে ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা’র অর্থায়ানে এ অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়।

 

ব্র্যাক ট্রেইনার অংছাইমং মারমা সঞ্চালনায় বান্দরবান  জেলা সমন্বয়ক মোঃ আরিফ এর সভাপতিত্বে  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরী।  

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.এসএম জাকারিয়া হায়দার, রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, আলেক্ষ্যং ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভারতসেন তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি থানা প্রতিনিধি এসআই আলমগীর।  

ব্রাক শিক্ষা প্রকল্পের এলাকা ব্যবস্থাপক পুষ্পিতা চাকমা জানান,পার্বত্য চট্টগ্রাম এলাকায় সুবিধাবঞ্চিত এবং প্রান্তিক নারী ও মেয়ে শিশুদের লিঙ্গভিত্তিক বৈষম্য ও সহিংসতা কমিয়ে এবং শিক্ষা ও কর্মক্ষেত্রে তাদের দক্ষতা ও সুযোগ তৈরী করার মাধ্যমে তাদের দারিদ্র্য বিমোচন এবং ক্ষমতায়নে কাজ করা হবে। আরো জানান,বান্দরবান সদর, রোয়াংছড়ি, রুমা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, থানচি উপজেলা গুলোর বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙ্গালী সম্প্রদায়ের নারী, মেয়ে, পুরুষ এবং ছেলেদের শিক্ষা, জেন্ডার, দক্ষতা উন্নয়ন ও ইয়ুথ প্লাটফর্ম নিয়ে কাজ করা হবে।

 

সভায়  বেক্ষ্যং জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক লাব্রাত ত্রিপুরা বক্তারা বলেন, ব্রাক প্রশিক্ষণ কেন্দ্রের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের বিষয় ভিত্তিক শিক্ষকগণের প্রশিক্ষণ দিয়ে থাকেন। হাইস্কুলের ছাত্র ছাত্রীরা প্রাথমিক বিদ্যালয়ের থেকে আসা অনেকেই শিক্ষার্থী ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর পড়ুয়া ছাত্র-ছাত্রীরা রিডিং পড়তে পারেনা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানো দরকার বলে মন্তব্য করেন।

ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা বলেন ১৯টি বিদ্যালয়ের মধ্যে ব্রাক সংস্থার থেকে একজন করে শিক্ষক নিয়োগ প্রদান করা হয়েছে। রোয়াংছড়ি উপজেলাতে প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত শিক্ষক প্রায় স্কুলে অনুপস্থিত হয়ে ব্রাক শিক্ষকরা ক্লাস পরিচালনা করতে দেখাগেছে। তিনি আরো বলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নিয়মিত স্কুল পরিদর্শন করার জন্য আহবান জানিয়েছে।

প্রধান অতিথি উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরী বলেন একজন আদর্শ শিক্ষকের একজন ছাত্র-ছাত্রীদের জীবনের পরিবর্তন করতে পারবে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান যদি ভাল হয় তাহলে সেই ছাত্র-ছাত্রীরাই হাইস্কুল ও বিশ্ববিদ্যালয় ভর্তি করার সুযোগ পাবে। নারীরা হল পরিবারের মূল চালিকা শক্তি, পুরুষের পাশাপাশি নারীরা সমান তালে শ্রম দিয়ে আসছে। 

সভায় ভিডিও কনফারেন্স ও স্যাটেলাইটের মাধ্যমে শিশু কিশোরী ও নারী শিক্ষায় দক্ষতা অর্জনে আরো গতিশীল আনতে এই প্রকল্প কার্যক্রম ভুমিকা রাখবে এই প্রত্যাশা করেন বক্তারা।

সভপতি আরিফ বলেন রোয়াংছড়ি উপজেলাতে টেইলরিং এন্ড ড্রেস মেকিং ফর ফিমেল টেইলরিং এন্ড ড্রেস মেকিং ফর মেইল, আইসিটি সাপোর্ট টেকনিশিয়ান সহ শিক্ষগণদের কে বিষয় ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা। 

অন্যারা উপস্থিত ছিলেন ব্র্যাক কর্মসূচী সিনিয়র এডুকেশন অফিসার মল্লিকা তঞ্চঙ্গ্যা, কর্মীর উখিংমং মারমা, মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর রোয়াংছড়ি ব্রাঞ্চ শাখা ব্যবস্থাপক মো.জসিম উদ্দিনসহ দুইটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ১৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।