আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

খাগড়াছড়ির ৫ উপজেলায় চলছে ইউপিডিএফের সড়ক অবরোধ

খাগড়াছড়ি প্রতিনিধি: | প্রকাশের সময় : রবিবার ৪ সেপ্টেম্বর ২০২২ ১২:২৬:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

সংগঠক অংথোই মারমাকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির ৫ উপজেলায় আধাবেলা সড়ক অবরোধ  চলছে। রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এ অবরোধের কারণে এসব উপজেলায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। খাগড়াছড়ি থেকে দুরপাল্লার কোনও গাড়ি ছেড়ে যায়নি।

 

এই অবরোধের ডাক দেয় ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’ (ইউপিডিএফ)। অবরোধ চলা উপজেলাগুলো হলো- গুইমারা, মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি।

 

এদিকে অবরোধ চলাকালে পাহাড়ের কয়েকটি স্থানে পিকেটিং করছে সমর্থকরা । জালিয়াপাড়া-রামগড় সড়কের যৌথখামার নামক স্থানে টায়ার জ্বালিয়েছে তারা। তবে এখন পর্যন্ত কোথাও গাড়িতে হামলা ভাঙচুরের খবর পাওয়া যায়নি। ঝুঁকিপূর্ণ এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।

 

উল্লেখ্য, শুক্রবার (২ সেপ্টেম্বর) জেলার গুইমারার দেওয়ান পাড়া এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তের গুলিতে মারা যান ইউপিডিএফ সংগঠক অংথোই মারমা আগুন।