আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

‘পাহাড়ে নিজেদের সংস্কৃতির ধরে রাখতে হবে’

অসীম রায় বান্দরবান : | প্রকাশের সময় : সোমবার ১৯ ডিসেম্বর ২০২২ ০৩:৪৫:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরোজ বলেছেন, ‘পাহাড়ে নিজেদের সংস্কৃতির ধরে রাখতে হবে। প্রয়োজনে হারিয়ে যাওয়া সংস্কৃতিকে তুলে এনে নতুন করে উত্থাপন করতে হবে। না হলে পাহাড়ের ঐতিহ্য-সংস্কৃতি হারিয়ে যাবে।’ ১৯ই ডিসেম্বর সোমবার দুপুরে পর্যটন মোটেল কনফারেন্স হলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে Doth-cht প্রকল্পে তারুণ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (টিডিও) আয়োজনের অনুষ্ঠিত সভায় তিনি আরও বলেন, ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ওষুধ খাওয়া ঠিক না। পাহাড়ের ঐতিহ্য আদা, তুলসী পাতা, নীম পাতা বিভিন্ন ওষুধ ব্যবহার কমে যাচ্ছে- যে গুলো বিজ্ঞান সম্মত, বৈজ্ঞানিকভাবে স্বীকৃত সেগুলো চর্চা অব্যাহত রাখতে হবে এবং সংরক্ষণে করতে হবে। যারা জুমে থাকে, জুম চাষ করে তাদের রোগব্যাধি কম হয়। এখানকার প্রাকৃতিক খাদ্য খুব ভালো এবং বংশ পরস্পরাই ঐতিহ্যগুলো ধরে রাখবো। তবে জরুরি বিষয়ে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে ও হাসপাতালে আসতে হবে। অনুষ্ঠানে তারুণ ডেভেলপমেন্টের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা সভাপতিত্বে Doth-cht প্রকল্প পরিচালক অধ্যাপক মংসানু চৌধুরী, ম্রো ভাষার লেখক ও গবেষক ইয়াঙান ম্রোসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।