আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

৩ দিনে রাজস্থলীতে বুস্টার ডোজ নিলেন ১৭৯ জনএবং আজ করোনা আক্রান্ত দুই

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : সোমবার ২৪ জানুয়ারী ২০২২ ০৯:৫৪:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

গত শনিবার হতে রাজস্থলী  উপজেলা স্বাস্থ্য বিভাগে শুরু হয়েছে পঞ্চাশোর্ধ  বয়সী ব্যক্তিদের মর্ডানার বুস্টার ডোজ প্রদান কর্মসূচী।

রাজস্থলী স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডাঃ রুইহলাঅং মারমা জানান, গত  শনিবার (২২ জানুয়ারী)  এবং সোমবার  (২৪ জানুয়ারী)  তিন  দিনে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য বিভাগে ১৭৯  জনকে বুস্টার ডোজ প্রদান করা হয়েছে।

 

 তিনি আরোও জানান যাদের ২য় ডোজ গ্রহণের ৬ মাস অতিক্রান্ত হয়েছে এবং বয়স পঞ্চাশ পার হয়েছে তাঁদের মোবাইলে ম্যাসেজ এর মাধ্যমে বুস্টার ডোজ গ্রহণের তারিখ পাঠানো হচ্ছে। 

 

এদিকে রাজস্থলী   পি সি আর  টেস্টে আরোও   ২ জনের করোনা পজেটিভ আসে সোমবার (২৪শে জানুয়ারি) বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের করোনা ফোকাল পারসন ডাঃ রুইহলাঅং মারমা ।

তারা হলেন ১|শ্রাবণী  তংচংগা(২৭) সিনিয়র স্টাফ নার্স রাজস্হলী স্বাস্হ্য কমপ্লেক্স,২|মিপ্রুমা মারমা(৩৮)ফ্যামিলি প্লানিং,নিজ বাড়ি বাঙ্গালহালিয়া বিহার পাড়া,আক্রান্ত দুই জনই নিজ বাসায় কোয়ান্টাইনে আছেন বলে জানা যায়।