কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মাদক কারবারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মাদক কারবারী চক্রের সদস্যরা মিয়ানমার সীমান্তে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বস্তাভর্তি ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শুক্রবার (১৭ মার্চ) দিনগত রাত ১১ টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। তিনি জানান, শুক্রবার রাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের উপজেলার হ্নীলা বিওপির টহল দল কাষ্টমস ঘাট এলাকার শশ্মন ঘাটে নিয়মিত টহলদানকালে একটি কাঠের নৌকাযোগে ৩-৪ জন ব্যক্তি এসে নৌকা হতে বস্তা নামাতে দেখে তাদের দাঁড়ানোর জন্য সংকেত দেয়। বিজিবির সংকেত উপেক্ষা করে নৌকাসহ মাদক পাচারকারীরা মিয়ানমারের দিকে পালানোর চেষ্টা করলে বিজিবি জওয়ানেরা ৪ রাউন্ড গুলিবর্ষণ করে। এসময় মাদক কারবারীরাও বিজিবি জওয়ানদের লক্ষ্য করে ৪-৫ রাউন্ড পাল্টা গুলি চালিয়ে মিয়ানমারের নাগাকুরা দ্বীপে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশী করে ২টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। ওই বস্তার ভেতরে ২ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। তিনি আরও জানান- জব্দকৃত ইয়াবা পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষ, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, মাদকদ্রব্যের প্রতিনিধি, গণ্যমান্য ও সংবাদ কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।