আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

হালদায় ১০ হাজার মিটার ভাসা জাল জব্দ

মোঃ পারভেজ, হাটহাজারী প্রতিনিধি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২ ডিসেম্বর ২০২১ ০৪:৩৪:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ও প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী হতে প্রায় ১০ মিটার ভাসা জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম এ অভিযান পরিচালনা করেন।

অভিযানের সত্যতা স্বীকার করে তিনি জানান, বৃহস্পতিবার হালদা নদীর গড়দুয়ারা হতে  শুরু করে বুড়িশ্চর পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এসময় ছায়ারচর ও হালদার মুখ এলাকা হতে  মোট ১৫ টি অবৈধ ভাসা জব্দ করা হয়। জব্দ জালের দৈর্ঘ্য প্রায় ১০ হাজার মিটার। এছাড়া জাল বসানোর সরঞ্জাম ও নোঙর জব্দ করা হয়। অভিযানে সহযোগিতা করেন আইডিএফ ও সেচ্ছাসেবী রৌশনগীর।  এসময় তিনি আরো জানান, হালদার মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।