আজ বুধবার ২২ জানুয়ারী ২০২৫, ৯ই মাঘ ১৪৩১

হাটহাজারীতে কৃষি জমির টপসয়েল কাটায় ৫০হাজার টাকা অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক, হাটহাজারীঃ | প্রকাশের সময় : সোমবার ২০ জানুয়ারী ২০২৫ ০৯:২৭:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

হাটহাজারীতে কৃষি জমির টপসয়েল  মাটি কাটার অপরাধে মোঃ রেজাউল করিম নামের এক ব্যক্তিতে ৫০হাজার টাকা অর্থদণ্ড দিয়ে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় গাড়ির দুটি ব্যাটারি জব্দ করা হয়।

 

সোমবার(২০জানুয়ারী)দিবাগত রাত ২টার দিকে উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়ন এলাকায় এ অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম মশিউজ্জামান মাটিভর্তি ট্র্যাক আটক করে।

 

জানা যায়,কৃষি জমি থেকে টপসয়েল মাটি কেটে পাচার করছে মাটি খেকোরা।দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পাহাড় কাট ও কৃষি জমির মাটি কেটে ধ্বংস করে দিচ্ছে।গোপন সংবাদের ভিত্তেতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নাঙ্গলমোড়া ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে মাটিসহ ট্রাক আটক করে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় জড়িত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ২ টি ব্যাটারি জব্দ করা হয়।

 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান বলেন,কৃষিজমি থেকে টপসয়েল কাটার অপরাধে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।পরিবেশ ও কৃষি জমি রক্ষায় জনস্বার্থে এ অভিযান অব্যাহত করবে। অভিযান পরিচালনা করার সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।