আজ বুধবার ২২ জানুয়ারী ২০২৫, ৯ই মাঘ ১৪৩১

সন্দ্বীপে পাওনা টাকার বিরোধের জেরে বাড়ি থেকে ডেকে বিএনপির কর্মি হত্যা, গ্রেফতার ১

সন্দ্বীপ( চট্টগ্রাম) প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ২০ জানুয়ারী ২০২৫ ০৯:৫০:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

সন্দ্বীপে পাওনা টাকা নিয়ে বিরোধে জেরে বিএনপির এক কর্মীকে হত্যার অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে, সোমবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার গাছুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। নিহত মো. জাহাঙ্গীর আলম (৬২) উপজেলার গাছুয়া ইউনিয়নের দৈলার বাড়ির মৃত মো.আবদুল্লাহর ছেলে।তাকে মারধর করেছিলেন মো. সাহাবউদ্দিন সুমন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে ।

নিহতের স্বজনরা জানান, জাহাঙ্গীর আলম সকাল থেকে তার বাড়িতে কাজ করছিলেন। দুপুরে সাহাবউদ্দিন সুমনসহ কয়েকজন জাহাঙ্গীর আলমের বাড়িতে আসে। তাদের মধ্যে কথাবার্তার একপর্যায়ে সাহাবউদ্দিন সুমন লোহার রড দিয়ে জাহাঙ্গীর আলমের মাথার পিছনে আঘাত করে। জাহাঙ্গীর আলম সেখানেই চিৎকার করে লুটিয়ে পড়ে। পরে অবস্থা বেগতিক দেখে সুমন জাহাঙ্গীরকে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  পৌঁছে দিয়ে পালিয়ে যায়। সেখানেই জাহাঙ্গীরের  মৃত্যু হয়।

এ ঘটনায়  নয়ন আলী (৩২) নামে একজন কে আটক করে সন্দ্বীপ থানা পুলিশ । গাছুয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক  আলাউদ্দিন বলেন নিহত জাহাঙ্গীর গাছুয়া ৮ নং ওয়ার্ডের বিএনপির  কর্মি ছিলেন।

 

 

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, পাওনা টাকা নিয়ে বিরোধে দুর্বৃত্তরা লাঠি দিয়ে জাহাঙ্গীরের মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনায় বাকি যারা জড়িত রয়েছে তাদের আটক করার অভিযান চলছে। এখন পর্যন্ত নিহত'র স্বজনেরক কোন অভিযোগ বা মামলা করা হয়নি।