আজ বুধবার ২২ জানুয়ারী ২০২৫, ৯ই মাঘ ১৪৩১

সন্দ্বীপে মাদক সহ গ্রেফতার ১

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি: | প্রকাশের সময় : সোমবার ২০ জানুয়ারী ২০২৫ ০৯:২৫:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলায় গাঁজা সহ  আবুল হোসেন  (২৫)  নামের এক জন কে  মাদক (গাঁজা) সহ গ্রেফতার করেছে সন্দ্বীপ থানা পুলিশ।

 

আটক ব্যক্তি সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার পৌরসভার উত্তর পাড়া গয়লা এলাকার বাসিন্দা  মোঃ হাকুর ও হোসেনে খাতুনের  ছেলে।  গ্রেফতার কৃত মাদক কারবারির  কাছ থেকে ১৩০ গ্রাম গাঁজা হাতে নাতে ধরা হয়। 

 

জানা গেছে  রবিবার রাত ৮য় টার সময় পুলিশ  গোপন সংবাদের ভিত্তিতে মগধরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের এস এস আর ব্রিক ফিল্ডে টিনের ঘরের ভিতরে কয়েকজন মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের অবস্থান করছে জেনে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে এসআই( নিঃ) মুন কুমার সাহার নেতৃত্বে  আবুল হোসেন কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া  জানান, মাদকদ্রব্য বিক্রি কালে ১৩০ গ্রাম গাঁজা সহ এক মাদক কারবারিকে  গ্রেপ্তার করা হয়েছে।গ্রেফতারকৃত আসামির  নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর(৩৬(১) সারণির ১৯( ক) ধারার  আইনে মামলা হয় তাকে  আদালতে সোপর্দ করা হবে।