আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

হাইকোর্টের আদেশে নাইক্ষ্যংছড়ির ১১অবৈধ ইটভাটা বন্ধ ঘোষণা

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : বুধবার ২৩ অগাস্ট ২০২৩ ০২:০২:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

মহামান্য  হাইকোর্টের আদেশে  বান্দরবানের  নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ১১ ইটভাটা বন্ধ ঘোষনা করা হয়েছে।

মঙ্গলবার (২২ আগষ্ট) এ সব ইটভাটা বন্ধের নোটিশ টাংগিয়ে দেয়ার মাধ্যমে এ নির্দেশক্রমে নোটিশ  প্রদান করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা।

তিনি এ প্রতিবেদককে বলেন,মহামান্য হাইকোর্টের নির্দেশ পেয়ে তিনি এ ব্যবস্থা  নিয়েছেন। 

তিনি আরো বলেন,গত ক'দিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে গড়ে ওঠা ১১ ইউভাটায় নিয়ম মাফিক নোটিশ টাংগিয়ে দেয়া হয়েছে। এতে বলা হয়েছে মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং -১২০৪/২০২২ মূলে এ সব ইটভাটা বন্ধ  ঘোষনা করা হলো। 

এদিকে একাধিক বিশ্বস্থ সূত্র দারী করেন, নাইক্ষ্যংছড়ির পাহাড়ি এলাকায় এ সব ইটভাটা গড়ে তুলেন  কিছু আইন অমান্যকারী ব্যক্তি। যাদের অধিকাংশই  বহিরাগত।  তারা দেশের আইন-কানুন মানে না। 

 

তারা স্থানীয় বড়বড় পাহাড় কেটে আর গহীন বনের মূল্যবান কাঠ কেটে ইটভাটায পুড়িয়ে বছরের পর বছর ধরে ইটভাটা করে আসছিলো।  যাতে করে পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটে আসছে। এরই মধ্যে  এ আদেশ দেন মহামান্য হাইকোর্ট বিভাগ।