আজ বৃহস্পতিবার ২ মে ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১

স্মার্ট উপ‌জেলা গড়ার প্রত্যয় রাজস্থলীর নবাগত ইউএনও’র

মোঃআইয়ুব চৌধুরী, রাজস্থলী : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর ২০২৩ ১১:৪৬:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

রাজস্থলী  উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সুধীজনদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার  এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৩ ন‌ভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

রাজস্থলী  উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান  উদ্দিন আহমেদ এর  সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা, রুইহলাঅং মারমা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল খায়ের, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, রাজস্থলী থানার ওসি তদন্ত সাহেদ, হেডম্যান উথিনসিন মারমা প্রমুখ। 

 

রাজস্থলী উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, আমরা এখন উন্নয়নের পথে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি। ফলে  ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশ রুপান্তরিত  হবো ইনশাল্লাহ। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন যাতে শান্তিপূন্য ভাবে অনুষ্টিত হয় সে দিকে সকল কে সহযোগিতার প্রত্যাসা করি।  এই উপজেলাকে স্মার্ট ও আধু‌নিক হি‌সেবে গ‌ড়ে তুল‌তে জনপ্রতিনিধি, সাংবাদিক,রাজনৈতিকবিদ, শিক্ষক, অভিভাবকসহ সকলকে একসাথে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, আমি শুনেছি , এ উপজেলার একটি ঐতিহ্য রয়েছে। এখানে যারা উপস্থিত রয়েছেন উন্নয়ন কর্মকাণ্ডে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকারি নিয়ম-নীতির মধ্যে এ উপজেলার জন্য ভালো কিছু করতে চাই। এজন্য সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। তিনি  উপজেলার উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সুধী সমাবেশে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।