আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি

বেলাল আহমদ,লামা : | প্রকাশের সময় : শুক্রবার ১৭ ডিসেম্বর ২০২১ ০৫:৩৫:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় বান্দরবানের লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের চিকিৎসাসেবা কেন্দ্র শাফিয়ানে ৮৪৬ জন শিক্ষার্থীকে কোভিড-১৯ টিকা দেয়া হয়েছে।

 

স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশে এদিন কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ১২ থেকে ১৭ বছর বয়সী মোট ৮৪৬ জন শিক্ষার্থীর মধ্যে ৬৯৭ জন ছাত্র ও ১৪৯ জন ছাত্রী। উল্লেখ্য, কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হওয়ার আগেই টিকা দেয়া হয়েছে।

দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের নিয়ে সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের এই টিকাদান কর্মসূচি সত্যিই প্রশংসার দাবি রাখে।

 

কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ মূলত বঞ্চিত শিশু-কিশোরদের আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। ডিসেম্বরের ছুটিতে এই স্কুলের শিক্ষার্থীরা বাড়িতে যায়। ছুটি হওয়ার আগে টিকা নিয়ে বাসায় গেলে কোভিড-১৯ সংক্রমণ থেকে অনেকাংশে তারা রেহাই পাবে। তাই শিক্ষার্থীদের টিকা দেয়ার এই সিদ্ধান্তের জন্যে স্বাস্থ্য অধিদপ্তর, জেলা সিভিল সার্জন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ কর্তৃপক্ষ।