আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

সৌদিতে থেকে ওমরাহ করে ফেরার পথে কাতার সীমান্তে সড়ক দু'ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

খলিল চৌধুরী, সৌদি আরব : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ০৭:১৯:০০ অপরাহ্ন | আন্তর্জাতিক

সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরাহ পালন শেষে কাতারে ফেরার পথে সৌদি-কাতার সীমান্তে এক মর্মান্তিক সড়ক দু'ঘটনায় জাকির হোসেন, কবির আহমদ ও শাহ আলম নামে ৩ বাংলাদেশি নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

 

জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর শনিবার দুইটি প্রাইভেট গাড়ি নিয়ে আট বন্ধু মিলে কাতার থেকে সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরাহ পালন ও মদিনা মনোয়ারা রওসুলের রওজামোবারক জেয়ারত করতে আসেন।

মক্কায় ওমরাহ পালন ও মদিনা রওজামোবারক জেয়ারত শেষে ফেরার পথে সৌদি-কাতার সীমান্তে গত ২৫ সেপ্টেম্বর শেষে রাতে এক সড়ক দু'ঘটনায় জাকির হোসেন (৫২), শাহ আলম (৪৫) ও কবির আহমদ (৩৮) নিহত হয।

 

নিহতদের গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা মোঃ শাহ আলম, নোয়াখালী জেলার বাসিন্দা জাকির হোসেন ও সিলেট জেলার বাসিন্দা কবির আহমদ।

 

বর্তমানে নিহতদের লাশ দেশটির সীমান্তের একটি সরকারি হাসপাতালের হিমাগার রয়েছে।