আজ রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১

সেক্টর সদর দপ্তর, বান্দরবানে শীতববস্ত্র বিতরণ

অসীম রায় বান্দরবান : | প্রকাশের সময় : রবিবার ১৮ ডিসেম্বর ২০২২ ১১:৪৩:০০ পূর্বাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

মহান বিজয় দিবস উপলক্ষে গরীব দুঃস্থদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় এবং ভাবগাম্ভীর্য পরিবেশে উদযাপনের অংশ হিসেবে সেক্টর সদর দপ্তর, বান্দরবান এর ব্যবস্থাপনায় ১৬ ই ডিসেম্বর বিকালে ফরেষ্ট টিলা, ক্রাইক্ষ্যংপাড়া, হানসামাপাড়া, পূর্বকালাঘাটা এলাকায় ৫০০ জন গরীব দুঃস্থ এবং অসহায় পাহাড়ী বাঙ্গালিদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। বিজিবি পাবলিক স্কুল এন্ড কলেজ এলাকায় মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ রুবেল মুন্সী কর্তৃক মেডিকেল টিম প্রায় ৩০০ জন গরীব দুঃস্থ জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণেল আবুল হাসনাৎ মোঃ শাহরিয়ার ইকবাল, সেক্টর কমান্ডার বান্দরবান।তাছাড়া এসময়ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক (অপারেশন) সেক্টর সদর দপ্তর, বান্দরবানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত সময়ে হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ এবং সকল বীর মুক্তিযুদ্ধাদের অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।এসময় সেক্টর কমান্ডার কর্ণেল আবুল হাসনাৎ মোঃ শাহরিয়ার ইকবাল বলেন- সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি সীমান্তের অসহায় জনগোষ্ঠীর উন্নয়নে মানবিক সহায়তার এ কাজের ধারা অব্যাহত রাখবে। আরও উপস্থিত ছিলেন মোঃ রুবেল মুন্সী ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক (অপারেশন সহ উর্ধতন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।